চরের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত ‘নয়া মানুষ’ পেল মুক্তির অনুমতি

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ১৪:০৪
প্রকৃতির খেয়ালিপনার মাঝে সংগ্রামী জীবনযাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নয়া মানুষ’। পরিচালক সোহেল রানা বয়াতি তার প্রথম এই চলচ্চিত্র নির্মাণ করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান এর জনপ্রিয় গল্প ‘বেদনার বালু চরে’ অবলম্বনে, চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।
২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হলেও সুপার সাইক্লোন সিত্রাংয়ের আঘাতে শুটিং সেট বিপর্যস্ত হওয়ায় কাজ থেমে যায়। পরবর্তীতে, ২০২৩ সালের এপ্রিলে শুটিং পুনরায় শুরু হয়ে ১২ এপ্রিল চিত্রগ্রহণ শেষ হয়। দীর্ঘ পোস্ট-প্রোডাকশন শেষে চলচ্চিত্রটি ২৩ অক্টোবর আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
জি-সিরিজ ও নান্দনিক ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ও মৌসুমী হামিদ। চরের মানুষের জীবনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের সংগ্রাম ও আবেগপূর্ণ জীবনযাত্রার গল্প ফুটিয়ে তুলেছে ‘নয়া মানুষ’। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা ছবিটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছি, যা আমার জন্য একটি বড় প্রাপ্তি।”
এই সিনেমায় মৌসুমী হামিদ চরিত্র সুজলা সম্পর্কে বলেন, “চরের মানুষের কষ্টের জীবনকে তুলে ধরতে আমরা প্রচুর পরিশ্রম করেছি। আশা করি, এটি সব শ্রেণির দর্শকের মনে নাড়া দেবে।”
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা এবং শিশুশিল্পী ঊষশী প্রমুখ।
- বিষয় :
- নতুন ছবি