নাটকের বন্ধ প্রদর্শনী ফেরত দিতে হবে: সামিনা লুৎফা নিত্রা

সামিনা লুৎফা নিত্রা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ১৮:০৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ | ১৮:১৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভের মুখে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এ ঘটনায় ক্ষোব্ধ হয়েছেন অনেকেই।
বিষয়টি ভালোভাবে নেননি নাট্য নির্দেশক ও শিক্ষক সামিনা লুৎফা নিত্রা। বিগত সারকারের লিখলে নাটকসহ বিভিন্ন কাজ বন্ধ করত তৎকালীন সরকার। আপনারা কেন নাটক বন্ধ করলেন? বলেও প্রশ্ন রাখলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিনা লুৎফা নিত্রা বলেন, ‘ফ্যাসীবাদের আমলে লিয়াকত আলী লাকী নাটক বন্ধ করেছিলো তীরন্দাজের। ওরা সুন্দরবন নিয়ে বাহাসের আয়োজন করেছিলো তাই। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করেছে। তাদের মধ্যে জামায়াত-শিবির -রাজাকার আছে। সেসময় লাকী ভাইয়ের কৃপাবঞ্চিত হওয়ার ভয়ে বা ডেট না পাওয়ার ভয়ে বা রাজাকার হবার ভয়ে খুব কম লোকজনই এর প্রতিবাদ করেছিলেন। আজ যাদের নাটক বন্ধ করা হলো তারাও করে নাই।’
প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে লিখলে নাটক, কথা, জীবন বন্ধ করত তৎকালীন সরকার, আপনি কেন নাটক বন্ধ করলেন? যাদের এতটুকু সাহস নেই যে, তারা নাটককে নাটক দিয়ে প্রতিরোধ করবে, তাদের কথায় নাটক বন্ধ করার মতো গর্হিত কাজ কেন করবেন আপনি? যে আহাম্মকের দল ভাবে যে, ফেসবুকে সরকারের বিরুদ্ধে ‘কটূক্তি’তে সরকারের মানহানি হয়েছে– তাদের তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জোর নাট্যকর্মীদের আছে।’
দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী ফেরত দিতে হবে বলেও জানালেন তিনি। সামিনা লুৎফা নিত্রা কথায়, ‘দেশ নাটকের বন্ধ প্রদর্শনী ফেরত দিতে হবে। আশা করি, তারা আবার শোটা করবেন। নাট্যকর্মীরা সবাই পাহারা দেব।’