১০ ছবিতে স্পর্শিয়ার যুক্তরাষ্ট্র সফর

অর্চিতা স্পর্শিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১৮:৩১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১৮:৪৭
অভিনেত্রী ও মডেলের পাশাপাশি অর্চিতা স্পর্শিয়া। চলতি বছরের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পর থেকেই কাজের ফাঁকে স্বামী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দেশ-বিদেশে ঘুরতে বের হন তিনি। গেল মাসে ছুটি কাটতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এই অভিনেত্রী। সেখানে থেকে কিছু ছবি শেয়ার করে নিজের আনন্দটুকু ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন স্পর্শিয়া। আজকের এই আয়োজ থাকলে যুক্তরাষ্ট্র সফরের ছবির সঙ্গে স্পর্শিয়ার কয়েকটি জানা-অজানা তথ্য।
১৯৯৩ সালের ৮ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন স্পর্শিয়া।
তার মা সুজন হক একজন প্রাক্তন সাংবাদিক। যিনি অসচ্ছল পরিবার ও এতিমদের নিয়ে সমাজকর্মী হিসাবে কাজ করেছেন।
ছোট বেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়া গভীর অনুরাগী ছিলেন। স্পর্শিয়া প্রশিক্ষণ এবং শিখেছে শাস্ত্রীয়,সালসা এবং সমসাময়িক নৃত্যশিল্পীও। স্পর্শিয়া সেফালন ইন্ট থেকে তার প্রাথমিক স্কুল শেষ করেছেন। তারপরে তিনি পিয়ারসন এডেক্সেল লন্ডন পরীক্ষার বোর্ডের অধীনে তার ও এবং এ লেভেল শেষ করেছেন।
১৫ বছর বয়সে পড়াশুনার পাশাপাশি কাজ শুরু করেছিলেন। প্রথমে তিনি শিশুদের আর্ট শিক্ষক হিসাবে একটি আর্ট স্কুলে যোগদান করেছিলেন এবং তারপরে তিনি তার জুনিয়রকে প্রশিক্ষণ দিয়েছিলেন। পরে তিনি আর্ট ডিরেক্টর হিসাবে একটি বিজ্ঞাপন সংস্থা এবং প্রযোজনা সংস্থায় যোগদান করেছিলেন।
সহকারী পরিচালক হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, কারণ চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল তার।
মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন।
এয়ারটেলের ‘ইম্পসিবল ৫' এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।
এছাড়া বিটিভিতে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন।
স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে। ‘বন্ধু তিন দিন’ নামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
এখন তিনি সিনেমাতে নিয়মিত। তার সিনেমার মধ্যে উল্লেখযেগ্য ‘বন্ধন’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’, ‘নবাব এলএলবি’, ‘ছক’ ফিরে দেখা প্রভৃতি।
- বিষয় :
- অর্চিতা স্পর্শিয়া
- ঢালিউড
- সিনেমা