ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছোটবেলায় হাঁটতে না পারা ছেলেটাই ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’

ছোটবেলায় হাঁটতে না পারা ছেলেটাই ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’

স্টিভ জিরওয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৮:১৯

ছোটবেলায় ঠিকভাবে হাঁটতে পারতেন না, কিন্তু সেই ছেলেই এবার জিতে নিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’ এর ট্রফি। পুরস্কার হিসেবে স্টিভ জিরওয়া পেয়েছেন ১৫ লাখ রুপি। পাশাপাশি স্টিভকে একটি ট্রফি ও একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে।

‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’ সিজন ৪’র ট্রফি জিতে নিয়েছেন স্টিভ জিরওয়া। গ্র্যান্ড ফিনালেতে লড়াই করেন হর্ষ কেশরী, নেক্সশন, নেপো, আকাঙ্ক্ষা মিশ্রা (আকিনা), আদিত্য মালব্য। এ আসরে বিচারকের দায়িত্ব পালন করেন কারিশমা কাপুর, গীতা কাপুর, টেরেন্স লুইস। এটি সঞ্চালনা করেন জয় ভাঁনসালি ও অঙ্কিতা চৌহান।

জয়ের পর তিনি বলেন, যখন আমি আমার যাত্রা এবং ট্রফি তুলে নেওয়ার কথা ভাবি, আমার গায়ে কাঁটা দেয়। এটা আমার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফল দেয়। আর কথাতেই তো আছে ধৈর্যের ফল মিষ্টি।

স্টিভ জিরওয়া আরও বলেন, আমি মনে করি যে, বড় হওয়ার সময় আমাকে যে সমস্ত সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এটি তার ফলাফল। আমি আমার কঠোর পরিশ্রমকে বৃথা যেতে দিইনি।’ দীর্ঘদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমি যখন ট্রফি হাতে নিই, তখন আমার নানির চোখে-মুখে আমাকে নিয়ে যে গর্বের অনুভূতি দেখেছিলাম।

ছোটবেলায় হাঁটতে পারতেন না স্টিভ। এ সময়ে তার মা ও নানি তাকে নিজের পায়ে হাঁটাতে সহযোগিতা করেছেন। এ তথ্য উল্লেখ করে স্টিভ বলেন, ‘যে ছেলেটি নিজের পায়ে চলতে পারত না, সে ফুটওয়ার্কের জন্য বিখ্যাত হয়ে গেল।’

আরও পড়ুন

×