শাকিব ও সোনাল চৌহানের দশটি রোমান্টিক ছবি

শাকিব খান ও সোনাল চৌহান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৫:৩২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ১৫:৪৫
ঢালিউড সুপাস্কার শাকিব খান ও বলিউডের সোনাল চৌহানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন পরিচালক অনন্য মামুন। অনেক আগেই শেষ হয়েছিল সিনেমাটির পোস্ট-প্রডাকশসহ সকল কাজ। কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও এটি মুক্তি দিতে পারছিলেন না নির্মাতা। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
মুক্তির চারদিন আগে ‘দরদ’ সিনেমার প্রথম গান প্রকাশ হয়েছে। যে গানের হিন্দি এবং বাংলা দুই ভার্সন দুটাই এসেছে। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা ‘এই ভাসাও’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম ও কোনাল।
‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। গানে শাকিব খান ও নায়িকা বলিউডি অভিনেত্রী সোনাল চৌহানের প্রেমের অধ্যায় ধরা পড়েছে।
একই দিনে রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ তৈরি হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং শুরু হয়। ভারতে টানা ২০ দিনেরও বেশি সময় শুটিংয়ের পর ঢাকায় শুটিং করেন নির্মাতা।
গত ৮ অক্টেবর প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পায় ‘দরদ’।
৪৯ মিনিট দৈর্ঘ্যের ‘দরদ’ ছবিটি একই সঙ্গে ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।
‘দরদ’ সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।
- বিষয় :
- সোনাল চৌহান
- শাকিব খান