ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিষেক সঙ্গে প্রেমের গুঞ্জন, রিলসের মাধ্যমে নিমরতের জবাব

অভিষেক সঙ্গে প্রেমের গুঞ্জন, রিলসের মাধ্যমে নিমরতের জবাব

অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় ও নিমরত কৌর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৯:৫৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ২০:০৬

নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে অভিষেক বচ্চনের। আর সে কারণেই তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া বিচ্ছেদের পথে হাঁটা শুরু করেছেন- বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এ গুঞ্জন। নেটিজেন থেকে শুরু করে বলিউড বাসিন্দাদের অনেকেই এখন মুখর অভিষেকের নতুন প্রেম ও বিয়ে বিচ্ছেদের আলোচনায়। 

শুধু তাই নয়, নেট দুনিয়ায় ঐশ্বরিয়া রাইর সঙ্গে নিমরত কৌরের তুলনা করে চলছে একের পর এক ট্রোল। কেউ কেউ তাদের নিয়ে বেশ কিছু মিমও তৈরি করেছেন। এ নিয়ে এতদিন চুপ থাকলেও এবার নীরবতা ভাঙতে বাধ্য হয়েছেন নিমরত কৌর।

দেরিতে হলেও প্রেমের গুঞ্জন নিয়ে কড়া জবাব দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। তবে তাঁর জবাবটা এসেছে একটু ভিন্ন পদ্ধতিতে। রিলসের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অব্যক্ত কথাগুলো।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nimrat Kaur (@nimratofficial)

‘লোকে দেখবে, আর জ্বলবে’- রিলসে বলা এ সংলাপে নেটিজেনরা বুঝে গেছেন, অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন রটেছে, রিলসের মাধ্যমে তারই জবাব দিয়েছেন নিমরত।

সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা মুখে না আনলেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি।

এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ‘অভিষেক বর্তমানে অন্য অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন। অন্যদিকে তার ছবির প্রচারও চলছে। সম্ভবত সেই জন্যই এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরত কৌরের অন্তত এগিয়ে আসা উচিত। তবে এটা বলতে পারি, এটা একেবারেই ভুয়া খবর। ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না। সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন

×