৩১ বছর পর ‘বাজিগর’র সিকুয়েল, যা বললেন প্রযোজক

শিল্পা শেঠি ও শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ২০:১৬
সালটা ১৯৯৩। শাহরুখ খান তখন বলিউড বাদশা হয়ে ওঠেন নি। সেটা তার স্ট্রাগল পিরিয়ড। একের পর এক ছবিতে ইমেজ ভেঙে বলিউডকে হাতের মুঠোয় আনার চেষ্টা। আর সেই চেষ্টারই ফল বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বাজিগর’। যেখানে নায়কই ছিলেন নেগেটিভ চরিত্রে। সঙ্গে ছিলেন শিল্পা শেঠি ও কাজল।
‘বাজিগর’ সিনেমার নাচে, গানে, অ্যাকশনে একেবারে মাইলস্টোন। এবার শোনা যাচ্ছেন, এই ‘বাজিগর’ সিনেমার আসছে সিকুয়েল।
‘বাজিগর’ সিনেমার সিকুয়েল নিয়ে নাকি পরিকল্পনাও করে ফেলেছেন প্রযোজক রতন জৈন। এছাড়া ছবির পরিচালক আব্বাস-মাস্তানও চিত্রনাট্য নিয়ে প্রস্তুত। কথা হয়েছে শাহরুখের সঙ্গে। সব কিছু থাকলে, আগামী বছরই নাকি এই ছবি শুটিং ফ্লোরে গড়াবে।
প্রযোজক রতন জৈন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শাহরুখের সঙ্গে বাজিগর ছবির সিকুয়েল নিয়ে প্রায়ই কথা হয়। মোটামুটি আলোচনা অনেক দূর এগিয়েছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা হবে।’
এদিকে শাহরুখ খানের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলেছেন। আবার ছেলের পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। অন্যদিকে বলিপাড়ায় মেয়ে সুহানার জায়গা শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
- বিষয় :
- শাহরুখ খান
- শিল্পা শেঠি
- কাজল