শাকিব ও নিশোদের সঙ্গে আদরও ঈদে আসছেন

নতুন ছবির পোস্টারে আদর আজাদ।
বিনোদন বিনোদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ১৯:৪৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ | ১৩:৪০
এ প্রজন্মের নায়ক আদর আজাদ। অল্প দিনের ক্যারিয়ার। তবে যে কয়টি ছবি করেছেন, তাতে আঁচ করা যায়, নিজেকে তিনি অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। সেই চেষ্টায় নতুন প্রজেক্ট ‘পিনিক’। আজ সন্ধ্যা ৭টায় সিনেমাটির প্রথম লুক পোস্টার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো আগামী ঈদুল ফিতরে শাকিব খান, আফরান নিশোদের সঙ্গে লড়তে প্রস্তুত হচ্ছেন তিনিও।
মানে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে তাঁর অভিনীত এই নতুন ছবি। আখিউজ্জামান মেননের চিত্রনাট্যে ছবিটির পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ জুয়েল। নির্মাতা জানালেন, ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। কক্সবাজারের রামু এলাকায় গোপনীয়তা রক্ষা করে চলছে শুটিং।
জানা গেছে, ২ নভেম্বর শুরু হওয়া ছবিটির শুটিং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ছবিটি নিয়ে আদর আজাদ বলেন, ‘পিনিক মূলত সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার গল্পের সিনেমা। বেশ কয়েক মাস প্রস্তুতির পর আমরা এখন শুটিং করছি। ঈদের একটা ছবিতে দর্শক যা যা চান, এ ছবিতে তার সবই থাকবে সেই প্রতিশ্রুতি দিতে পারি।’
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। এতে নায়িকা কে থাকছেন, তা জানানো হবে শিগগরিই। অন্যান্য শিল্পীরা হচ্ছেন– আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ আশরাফ কিটু, এল আর খান সীমান্ত ও কেয়া আল জান্নাহসহ অনেকেই।