কাজী শুভ ও পূজার ‘যেদিন আমি থাকব না’

কাজী শুভ ও পূজা। ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ০৮:৩৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ | ১৩:১৬
বিরতি ভেঙে নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। দুই বছর পর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘যেদিন আমি থাকব না’। স্নেহাশীষ ঘোষের লেখা এ গানের সুর করেছেন মুহাম্মাদ মিলন। সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি।
দ্বৈত এ গানটিতে পূজার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সৈকত রেজার পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেলও হয়েছে এ শিল্পী জুটি। এ আয়োজন নিয়ে পূজা বলেন, নতুন গানের প্রত্যাশায় ছিলেন অনেকেই। কিন্তু বেশ কিছু কারণে নতুন গান প্রকাশ করা হয়ে ওঠেনি। অবশেষে দেরিতে হলেও শ্রোতাদের সে প্রত্যাশা পূরণে নতুন বেশ কিছু গানের আয়োজন শুরু করেছি। চেষ্টা করছি, প্রতিটি গানেই ভিন্নতা তুলে ধরার। সে কারণেই ফোক সুরের ছোঁয়ায় বিরহের এ গানটি তৈরি করা।’
পূজা আরও বলেন, ‘দ্বৈত গানের প্রকাশনা দিয়েই বিরতি ভাঙতে চেয়েছি। তাই দ্বৈত এ আয়োজনে সহশিল্পী হিসেবে আবারও কাজী শুভকে বেছে নেওয়া। ১০ বছর আগে তাঁর সঙ্গে জুটি বেঁধে প্রথম দ্বৈত গান করি। ভাগ্যবান বলেই প্রথম গান থেকেই শ্রোতাদের মনোযোগ কাড়তে পেরেছি আমরা। সেই সুবাদে একসঙ্গে আরও বেশ কিছু গান গাওয়া হয়েছে।
‘এত কাছে’, ‘অচেনা মায়া’, সাত জনম’, ‘কাছে আসো না’, ‘রোদেলা আকাশ’, ‘রটনা’-সহ আমাদের প্রতিটি দ্বৈত গানই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাই আশা করছি, ‘যেদিন আমি থাকব না’ গানটিও শ্রোতার ভালো লাগবে।’ পূজার পাশাপাশি এ আয়োজনের সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন শিল্পী কাজী শুভ নিজেও।
- বিষয় :
- সংগীতশিল্পী
- সংগীত
- গান
- ইউটিউব