ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন, নতুন খবর দিলেন নির্মাতা নিখিল

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন, নতুন খবর দিলেন নির্মাতা নিখিল

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৫:২৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১৫:২৩

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রায়ের দাম্পত্য কলহ নিয়ে বলিউডে যেন চব্বিশঘণ্টা শোরগোল। কেউ বলছেন, ঐশ্বরিয়া নাকি অভিষেককে ডিভোর্স দেবেন। আবার কেউ কেউ বলছেন, এসব খবর একেবারেই ভুয়া। এসব গুঞ্জনের মুখে এবার মুখ খুললেন পরিচালক ও অভিনেতা নিখিল দ্বিবেদী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানালেন, দুজনের ডিভোর্সের খবর একেবারে মিথ্যা। ওরা দুজন আলাদা হতে পারেনই না!

বহুদিন থেকেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ পরিচালক নিখিল। অমিতাভ, জয়া, শ্বেতা সবাই খুবই স্নেহ করেন নিখিলকে। নিয়মিত বচ্চন বাংলোতেও যাওয়া আসা তার। সেই সূত্রেই পরিচালক জানিয়েছেন, ‘আজ পর্যন্ত ঐশ্বরিয়া ও অভিষেককে আলাদা থাকতে দেখিনি। দুজনেই খুব সুন্দরভাবে সংসার করছে। দুজনেই খুবই দায়িত্বশীল। তাই যা রটেছে তা একেবারেই সত্যি নয়।’

বলিউড গুঞ্জন বলছে, বিচ্ছেদের বিষয় নিয়ে ইতিমধ্যেই নাকি আইনজীবীর সঙ্গে সাক্ষাতও করেছেন ঐশ্বরিয়া-অভিষেকের। তবে গুঞ্জনে নানারকম কথা রটলেও, বিচ্ছেদের বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন তারকা দম্পতি। উল্টো এসব প্রশ্ন সামনে এলে এড়িয়ে গেছেন দুজনেই!

এছাড়া তারকাদম্পতির সম্পর্কের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে বলেও গুঞ্জন রয়েছে। বলিউডের আরেক অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি প্রেমে মজেছেন অভিষেক। তার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্যে ফাটল। তবে এই গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত কেউ মুখ না খুললেও, এবার গুঞ্জনে ইতি দিতে মাঠে নামলেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি। সূত্র: সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন

×