‘স্ত্রী ২’ দিয়ে বাজিমাত, এবার নাগিন হয়ে ফিরছেন শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুর। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৯:৩১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১৯:৪৮
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি কেবল অভিনয়ের দক্ষতায় নয় পাশাপাশি গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হয়েছেন শ্রদ্ধা। চলতি বছরটা অবশ্য দুর্দান্ত কাটছে শ্রদ্ধার। অমর কৌশিকের ‘স্ত্রী ২’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি।
একদিকে বক্স অফিসে ঝড় তোলা এ ছবির আয়ের অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। অন্যদিকে ইনস্টাগ্রামে শ্রদ্ধার ফলোয়ারের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। ইনস্টাগ্রামে ফলোয়ারের দৌড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা। বর্তমানে এ নায়িকার ফলোয়ারের সংখ্যা ৯ কোটি ১৫ লাখের বেশি। অন্যদিকে মোদির ফলোয়ার ৯ কোটি ১৩ লাখ।
পর্দায় সব সময় নিজেকে ব্যতিক্রমী চরিত্রে মেলে ধরতে ভালোবাসেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। তাই ‘হাসিনা পার্কার’ ছবির মাফিয়া কুইন থেকে ‘স্ত্রী’ ছবিতে ভূতের চরিত্র বেছে নিতেও পিছপা হননি তিনি। এবার তিনি আসছেন নাগিন হয়ে। শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদী। আগামী বছরের শুরুতেই হবে সিনেমাটির দৃশ্যধারণ। নির্মাতা জানিয়েছেন, এই ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা।
নিখিল দ্বিবেদী বলেন, ‘সিনেমাটির জন্য আমি প্রথমে শ্রদ্ধার কথাই ভেবেছি। যখন তাকে প্রস্তাব দিলাম, সে মুহূর্তেই রাজি হয়ে গেল। শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছে শ্রদ্ধা। আমার চিত্রনাট্যও প্রস্তুত।’
নিখিল আরও জানিয়েছেন, ভারতীয় লোকগাথায় ‘নাগিন’কে নিয়ে নানা গল্প কথা রয়েছে। কখনও বড়পর্দায়, কখনও বা টেলিভিশনে ‘নাগিন’কে দেখেছেন দর্শক। এবার শ্রদ্ধার কাঁধে এ চরিত্রের ভার। এটা একেবারে নতুন গল্প। পুরোনো কোনো ছবির সঙ্গে এর কোনো মিল নেই। ভারতের পুরাণ লোককাহিনি থেকে অনেক আইডিয়া পাওয়া যায়। এই ছবিতে সুপারন্যাচারাল উপাদান প্রচুর রয়েছে।’
শ্রদ্ধা নিজের ছবি নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘ছবি নির্বাচনের সময় আমি সম্পূর্ণ ভয়শূন্য থাকি। আমি নিশ্চিতভাবে জানি যে, কোন দিশায় আমার যাওয়া উচিত। আর এটাই আমার শক্তি। আমি সবচেয়ে বেশি নিজের ওপর আস্থা রাখি। আর আমি জানি যে, আমি কতটা শক্তিশালী।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।
- বিষয় :
- শ্রদ্ধা কাপুর
- বলিউড
- বিনোদন