ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুচিত্রা সেন থেকে রাইমা, সবাইকে সামলে রাখতেন ভারত

সুচিত্রা সেন থেকে রাইমা, সবাইকে সামলে রাখতেন ভারত

পারিবারিক মুহূর্তে শাশুড়ি সুচিত্রা সেন, স্ত্রী মুনমুন সেন, মেয়ে রিয়া ও রাইমা সেনের সঙ্গে ভারত দেববর্মা। ছবি: মৌমিতা রায় চৌধুরীর ইন্সটাগ্রাম থেকে।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ২০:০০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ২০:০৩

মুনমুন সেনের স্বামী তিনি। টালিপাড়া তাকে চিনত ‘হাবি’ বলে। মুনমুন নিজের স্বামীকে ওই নামেই ডাকতেন। তবে, কোনও মতেই ভারত দেববর্মা একমাত্র পরিচয় হতে পারে না মুনমুন সেনের স্বামী বা সুচিত্রা সেনের জামাতা হিসাবে। বরং তিনি ত্রিপুরা রাজ পরিবারের সন্তান, রাজকুমার। তার বাবা মহারাজা রমেন্দ্রকিশোর দেব, মা ত্রিপুরার রাজমাতা ইলা দেবী।

মুনমুন সেনের চলনবলন নিয়ে আলোচনার শেষ নেই। মা সুচিত্রা সেনের মতো অভিনয় সাফল্য তিনি পাননি কোনও দিনই। তবুও তার স্টারডমে ঘাটতি হয়নি। আর তারই পাশে ভারত ছিলেন দৃঢ়চেতা নাবিকের মতো। সংসার সামলেছেন দায়িত্ব নিয়ে।

আজ মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান ভারত দেববর্মা। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে রাইমা সেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ভারত দেববর্মা মৃত্যুবরণ করেন।


বাবা ভারত দেববর্মা ও মা মুনমুন সেনের সঙ্গে মেয়ে রাইমা সেন ও রিয়া সেন। ছবি: সংগৃহীত

রাইমা কেন বিয়ে করছেন না, তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। প্রাথমিকভাবে তার বাবাও চেয়েছিলেন রাইমা সংসারী হোন। তা নিয়ে দীর্ঘ দিন চিন্তিতও ছিলেন ভারত। কিন্তু পরে তিনিই নাকি বলেছিলেন, ‘তোমার বাড়ি আছে, সচ্ছল অবস্থা, অভিনয় জগতেও নিজের পায়ে দাঁড়াতে পেরেছো, আর কী চাই। বিয়ে করতেই হবে এমন কোনও মানে নেই।’

আপাদমস্তক সংসারী ভারত সামলে রাখতেন শাশুড়ি সুচিত্রা সেনকেও। আশির দশকে সুচিত্রা যখন অভিনয়কে বিদায় জানান তখন তা সম্ভব হয়েছিল কেবল ভারতের ঐকান্তিক সহযোগিতায়। তিনি না থাকলে হয়তো এভাবে এতদিন জীবন কাটাতেই পারতেন না বাংলা সিনেমার মহা-নায়িকা।

আরও পড়ুন

×