ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৫০০ কোটি বাজেটের ‘পুষ্পা ২’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

৫০০ কোটি বাজেটের ‘পুষ্পা ২’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

প্রায় পাঁচশ’ কোটি বাজেটের ছবি ‘পুষ্পা টু’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১৩:৪৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ১৩:৪৮

দক্ষিণ ভারতের আইকন স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। ছবিটির কারণে আল্লু অর্জুনের ক্রেজ আকাশ ছুঁয়েছে যেনো। ফলে সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক। সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা টু’। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা তুলে ফেলেছে।

‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। 

তবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বহুল আলোচিত এই সিনেমা। বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন।

তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, ‘দরদ’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি।

ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২—দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। 

দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২—দ্য রুল’ আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পায়নি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২—দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

আরও পড়ুন

×