অ্যালবাম বিলুপ্তির এই সময়ে একক অ্যালবাম প্রকাশ করছেন জয়

কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১৮:০১
অ্যালবাম প্রকাশনা ধরে রাখায় যে ক’জন নিরলস কাজ করে যাচ্ছেন, জয় শাহরিয়ার তাদের অগ্রসৈনিক। যে কারণে দ্বৈত ও মিশ্র অ্যালবামের পর একক সংকলন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এ শিল্পী ও সংগীতায়োজক।
তিনি জানান, পরিকল্পনা তিন বছর আগের। কিন্তু অ্যালবামের কাজ সম্পূর্ণ শেষ করা হয়ে ওঠেনি। এ দীর্ঘ সময়ে অনেক নিরীক্ষা আর কথা-সুরের কাটাছেঁড়াও হয়েছে বিস্তর। এর ফলে এখন পর্যন্ত ছয়টি গান রেকর্ড করা সম্ভব হয়েছে, যার চারটি গান এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ইউটিউব ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। আগামী মাসে প্রকাশ পাবে বাকি দুটি গান। এর বাইরে আরও চারটি গান তৈরি করা হচ্ছে অ্যালবামের জন্য। সব মিলিয়ে মোট ১০টি গান দিয়ে সাজানো হবে পঞ্চম একক।
এ নিয়ে জয় শাহরিয়ার বলেন, “একক গানের জোয়ারে অ্যালবাম প্রকাশনা অনেকটা থেমে গিয়েছিল। কিন্তু এর আবেদন কখনও ফুরিয়ে যায়নি। সম্প্রতি আরও একবার তাঁর প্রমাণ পেয়েছি, নচিকেতার সঙ্গে দ্বৈত অ্যালবাম ‘তথাগত’ প্রকাশের সুবাদে। শুধু তাই নয়; সিডি যুগে প্রকাশিত মিশ্র অ্যালবাম ‘বৃষ্টি কথা হোক’ নতুন করে অনলাইনে প্রকাশ করেও শ্রোতাদের সাড়া পেয়েছি। যে জন্য একক অ্যালবামের কাজ শেষ করার তাগিদ অনুভব করছি। এ সময়ের আলোচিত তরুণ মিউজিশিয়ান মহান ফাহিম, নিলয়, তাফসির, মারুফ, তিলক, ফরহাদ, অন্তুদের সঙ্গে পুরোদমে চলছে অ্যালবাম আয়োজন। যার প্রতিটি গানে রাখা হচ্ছে নিজের সংগীত দর্শন ও সময়ের ছাপ। আশা করছি, অ্যালবামটি আগামী বছরের শুরুতে নাম চূড়ান্ত করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারব।”
- বিষয় :
- জয় শাহরিয়ার
- কণ্ঠশিল্পী ও সুরকার