ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মরুর বুকে ৭ ছবিতে মিম

মরুর বুকে ৭ ছবিতে মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: মিমের সৌজন্যে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৯:২৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৯:২৬

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মধ্যে শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন। আর সেখানে যাবার পরে ফটোশুট করেছেন মিম। সাদা শ্যাম্পেনে অ্যামি স্প্লিট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে তাঁকে।

ছবিতে দেখা যায়, মাথায় বেঁধেছেন লাল গোলাপের খোপা, লাল গোলাপের সঙ্গে ম্যাচ করে পরনে রয়েছে সাদা ড্রেস। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছেন অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছেন।

মিম বলেন, ঘুরতে সবারই ভালো লাগে। সুন্দর এ সময়ে প্রিয় মানুষ পাশে থাকলে ভ্রমণটি আরও আনন্দদায়ক হয়। আগেও আমি দুবাই গিয়েছিলাম। তবে এবার নতুন করে আবার দেখা হয়েছে। দুবাই গিয়ে মরুভূমিতে না গেলে চলে! মরুর বুকে ঘুরে বেড়িয়েছি।

মিম আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এর কিছু ছবিও দেখেছেন অনেকে। প্রথমবার যখন এসেছিলাম, তখন এমন আবহাওয়া পাইনি। সব মিলিয়ে এবারের সফরটি স্মরণীয় হয়ে থাকবে।

২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেছিলেন মিম। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

×