ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এআর রহমানের ২ হাজার কোটি টাকার সম্পত্তির অর্ধেক কি সায়রা পাচ্ছেন

এআর রহমানের ২ হাজার কোটি টাকার সম্পত্তির অর্ধেক কি সায়রা পাচ্ছেন

এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। ছবি: টাইমস নাউ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৯:১৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৯:১৭

২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। প্রাথমিক আইনি ধাক্কা সামলে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া, এমনটাই দাবি নেটিজেনদের একাংশের। তাদের মতে, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাবেন তাঁর স্ত্রী!

অস্কারজয়ী সুরকার ১ হাজার ৭২৮ রুপির মালিক। তার সব সম্পদের পরিমাণ টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, সেই সম্পত্তির অর্ধেক ভাগ নাকি পাবেন তার স্ত্রী সায়রা বানু। তবে বিষয়টি উড়িয়ে দিলেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছেন আইনজীবী।

তিনি বলেছেন, অনেকেরই ধারণা, বিচ্ছেদের পর নাকি ভরনপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ তার স্ত্রী পান। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। অনেক ভারতীয় এই ভুল ধারণা পোষণ করেন। কিন্তু এই ধরনের কোনও আইন ভারতীয় সংবিধানে এখনও পর্যন্ত নথিভুক্ত হয়নি। তাই স্বাভাবিকভাবেই এআর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রেও তা প্রযোজ্য নয়।

তিনি আরও জানান, আদালতে এআর রহমান মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এই সময় যদি সায়রা বানু ভরণপোষের দাবি করেন, সেক্ষেত্রে আদালত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

পাশাপাশি সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ আরও জানান, উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। পাশাপাশি রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণ ভাবে বিচ্ছেদের পথ অবলম্বন করেছেন। তাই এক্ষেত্রে ভরণপোষণের কোনও জায়গা নেই।

প্রসঙ্গত, সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, এই দম্পতি তাদের সম্পর্কের দূরত্ব অনুভব করেছিলেন, যার জেরে এই কঠিন সিদ্ধান্ত। মঙ্গলবার রাতে রহমান ও বানু এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×