ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুনিতাই কি গুলি করেছিল, শিল্পার প্রশ্নে যা বললেন গোবিন্দ

সুনিতাই কি গুলি করেছিল, শিল্পার প্রশ্নে যা বললেন গোবিন্দ

গোবিন্দ ও শিল্পা শেঠি। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৯:৫৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ২০:০০

নব্বই দশকে জুটি হয়ে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন গোবিন্দ-শিল্পা শেঠি। সেই তালিকাও বেশ লম্বা। তখন থেকেই তাদের অনস্ক্রিন রসায়ন বন্ধুত্বে পরিণত হয়। যা কিনা আজও অটুট।

গেল মাসে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গোবিন্দ। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতেও রাখা হয়েছিল তাকে। অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেন চিকিৎসক। খবর পেয়েই বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে যান শিল্পা। কথাও বলেন গোবিন্দর সঙ্গে।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শো’তে গিয়েছিলেন গোবিন্দ। সেখানেই শিল্পার কথা শেয়ার করেন অভিনেতা। কপিলের শো’তে প্রোমোতেই উঠে এল সেই ঘটনা।

শো চলার এক পর্যায়ে হাসতে হাসতে গোবিন্দ বলেন, শিল্পা নাকি হাসপাতালে দেখতে এসে প্রথমেই সন্দেহ প্রকাশ করেছিলেন, তার পায়ে গুলিটা আসলে সুনীতাই চালিয়েছেন! কারণ, হাসপাতালে গোবিন্দর কাছে গিয়েই অভিনেত্রী জানতে চান, ‘গুলি চলার সময়ে সুনীতা আহুজা কোথায় ছিলেন?’ গোবিন্দা তাকে জানান, স্ত্রী তখন মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেই সময়েই নাকি শিল্পা প্রশ্ন করেন, তাহলে গুলিটা কে চালাল?

গোবিন্দ-শিল্পার হিট সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘আগ’ (১৯৯৪), ‘গ্যাম্বলার’ (১৯৯৫), ‘হাতকড়ি’ (১৯৯৫), ‘ছোটে সরকার’ (১৯৯৬), ‘পরদেশি এবং বাবু’ (১৯৯৮)।

আরও পড়ুন

×