সত্যি কি ৫০ কোটিতে বিক্রি হচ্ছে নাগা-শোভিতার বিয়ের ভিডিও

নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১৪:২৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ | ১৪:৪৩
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধুলিপালার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়বেন নাগা। গুঞ্জন উঠেছে, তাদের বিয়ের ভিডিওর স্বত্ব নিয়ে ওটিটি প্লাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে নেটফ্লিক্স। এমনকি ৫০ কোটি রুপিতে বিয়ের ভিডিও কিনতে নাকি চুক্তিও সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি ভুয়া খবর উড়িয়ে দিয়েছে অভিনেতার পরিবার।
নাগা চৈতন্যে ঘনিষ্ঠজনের বরাতে ফিল্মফেয়ার ডটকমের খবরে বলা হয়েছে, নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালার বিয়ের ভিডিওর জন্য একটি ওটিটির চুক্তি সম্পর্কে যে খবর এসেছে সেটা সঠিক নয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম একটি বিস্ময়কর অঙ্কের জন্য ইভেন্ট নিয়ে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
স্বাভাবিকভাবেই নাগা-শোভিতার বিয়েতে বলিউড, টালিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় তারকারাও উপস্থিত থাকবেন। আর সেই উদযাপনে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নাগার পরিবারের।
নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে নিয়ে ইতোমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও, যেখানে বসবে তাদের বিয়ের আসর।
২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বিবাহিত ছিলেন অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্য। তার পরেই হঠাৎ ছন্দপতন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেন শোভিতা। অতঃপর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।
- বিষয় :
- নাগা চৈতন্য
- বলিউড