‘ভালোবাসা অনেক রূপে আসে’

সাফা কবির
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৫
অভিনেত্রী সাফা কবিরের প্রেম ও বিয়ে নিয়ে চর্চা খুব একটা হয়নি এতদিন। তাঁর কাজের ব্যস্ততা নিয়েই চর্চা হয়েছে। এবার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও চর্চা শুরু হলো। সেটি অবশ্য অভিনেত্রী নিজেই জানালেন ব্যক্তিগত সম্পর্কের নানা বিষয় নিয়ে। জানালেন, তাঁর জীবনে ভালোবাসার অবস্থা খুব ভালো।
এক সাক্ষাৎকারে সাফা কবির বললেন, ‘পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালো কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। ভালোবাসা অনেক রূপে আসে। কখনও বন্ধুরূপে আসতে পারে, কখনও পরিবারের ভালোবাসার মানুষ থাকতে পছন্দ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব, আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনও আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’
কাছের অনেক বন্ধুই এখন বিয়ে করে পুরোপুরি সংসারী। সে ক্ষেত্রে সাফা রয়েছেন ব্যাচেলর। তা কবে ফুটছে বিয়ের ফুল? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই তাঁর।
সাফা কবির এখন ব্যস্ত আছেন ভালোবাসার গল্পের কাজ নিয়ে। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত বেশ কিছু নাটকের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ করেছেন। ৩ ডিসেম্বর থেকে টানা আরও কয়েকটি নাটকের শুটিং করবেন বলে জানালেন।