ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মান্নার সঙ্গে পুরনো ছবি, আবেগতাড়িত শ্রাবন্তী

মান্নার সঙ্গে পুরনো ছবি, আবেগতাড়িত শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী ও নায়ক মান্না। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪২ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২০:২৪

সামাজিক যোগাযোগের কল্যাণে মাঝে মধ্যেই পুরোনো স্মৃতি সামনে নিয়ে আসে নিয়ে আসেন অনেকেই। যা সামনে আসলেই চোখ আটকে যায় সবার। তেমনই এক বিশেষ মুহূর্ত সামনে আনলেন অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।

২০০৫ সালের এপ্রিল মাসে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ছবিটি তোলা। সেখানে ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ছিলেন শ্রাবন্তীও। ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী।

ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার ২০০৫ সালে সান ফ্রান্সিসকোতে, আল্লাহ তাকে চির শান্তি দান করুন! এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়।’ মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগতাড়িত করে দেয়।

জনপ্রিয় নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার অভিনীত উল্লেখ  ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘বীর সৈনিক’, ‘শান্ত কেনো মাস্তান’, ‘বসিরা’, ‘খল নায়ক’, ‘রংবাজ বাদশা’, ‘সুলতান’, ‘টপ সম্রাট’, ‘ঢাকাইয়া মাস্তান’ ইত্যাদি।

অন্যদিকে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা পান শ্রাবন্তী। তার অভিনীত ‘রং নাম্বার’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে শ্রাবন্তী নিউইয়র্কে বসবাস করছেন।

আরও পড়ুন

×