ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চুরির অভিযোগে মামলা করলেন ওমর সানী

চুরির অভিযোগে মামলা করলেন ওমর সানী

ওমর সানী। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫৩ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯:২১

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০২ ডিসেম্বর) সকালে চুরির ঘটনার পর দিন রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন এই নায়ক। মামলার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাজহারুল ইসলাম।

তিনি বলেন, বাসায় চুরির অভিযোগ নিয়ে ওমর সানী থানায় এসেছিলেন। তার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে।

বাড়িতে চুরির প্রসঙ্গে তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে। বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তারা।

তিনি আরও বলেন, আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা, অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই।

বাসায় চুরির ঘটনায় ওই দিনই ভাটারা থানায় জিডি করেন সানী। অজ্ঞাতনামা চোরদের দ্রুত খুঁজে পেতে চুরি যাওয়া তিন ফোনের আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা।

আরও পড়ুন

×