ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লাকীর সুরে বাপ্পার গান

লাকীর সুরে বাপ্পার গান

লাকী আখান্দ ও বাপ্পা মজুমদার।

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৫:১০

সংগীতশিল্পী লাকী আখান্দ ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। বরেণ্য এই কণ্ঠশিল্পী রেখে গেছেন অসাধারণ সব গান। তাঁর মৃত্যুর ৭ বছর পরেও তাঁর রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাচ্ছে এখনও। সম্প্রতি লাকী আখান্দের একটি গান কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। 

নাম ‘ভবের নদী’। এতে বাপ্পার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। লাকী আখান্দের সুরের ওপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। গোলাম মোর্শেদের লেখা এ গানটি গতকাল ‘গান জানালা’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তাঁর সুরে এমন একটি গান করতে পেরে। এজন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিল। সেটি করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বলল, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনল এবং বলল খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে। আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ পর্যন্ত মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’

আরও পড়ুন

×