ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এসডি রুবেলের ছবির প্লেব্যাকে কোনাল-লুইপা

এসডি রুবেলের ছবির প্লেব্যাকে কোনাল-লুইপা

কোনাল ও লুইপা। ছবি: কোলাজ-সমকাল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক  

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১৩:১৬ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১৩:২১

গানের পাশাপাশি এখন সিনেমা নির্মাণ ও অভিনয়ে ব্যস্ত তারকা কণ্ঠশিল্পী ও সুরকার এসডি রুবেল। সম্প্রতি শুরু হয়েছে তাঁর তৃতীয় সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’ এর গান রেকর্ডিং। এরই মধ্যে সিনেমার দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। টাইটেল গান ‘নীল আকাশে পাখি ওড়ে’-তে এসডি রুবেলের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের আলোচিত প্লেব্যাক শিল্পী কোনাল।

সিনেমার দ্বিতীয় গানটিও দ্বৈত কণ্ঠে রেকর্ড করা হয়েছে। ‘রাতের আকাশ’ শিরোনামে এই গানেও লুইপার সহশিল্পী ছিলেন এসডি রুবেল। প্লেব্যাকের পাশাপাশি দুটি গানের সুর ও গীতিকথাও লিখেছেন এসডি রুবেল নিজে।

এ নিয়ে এই শিল্পী ও নির্মাতা বলেন, ‘কোনালের কণ্ঠ ও গায়কী সহজেই শ্রোতার মনোযোগ কেড়ে নেয়। প্লেব্যাক শিল্পী হিসেবেও তিনি পরীক্ষিত ও জনপ্রিয়। ‘নীল আকাশে পাখি ওড়ে’ গানটি সুর করার পর তাই শুরুতেই কোনালের কথাই মাথায় এসেছে। মনে হয়েছে, এই গানের জন্য তাঁর কণ্ঠই সবচেয়ে মানানসই হবে। রেকর্ডিংয়ের সেই ধারণা সত্যি বলেই প্রমাণিত হয়েছে। কারণ, সিনেমার গান তৈরি করা হয় কাহিনির নানা বাঁকবদল ও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে চরিত্রগুলোর উপস্থাপনা নিয়ে। তাই অ্যালবামে গান গাওয়ার চেয়ে সিনেমায় প্লেব্যাক অনেক চ্যালেঞ্জিং। আর এই কাজটি কোনাল অনায়াসেই করে যাচ্ছেন এবং শ্রোতার ভালোবাসাও কুড়াচ্ছে। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।

একইভাবে লুইপার সঙ্গে গাওয়া ‘রাতের আকাশ’ গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। আমার সুরে এটাই লুইপার প্রথম প্লেব্যাক। আর প্রথম গানে কণ্ঠ দিয়েই প্রমাণ করেছেন, গানে গানে সময়কে জয় করা তাঁর লক্ষ্য। এসডি রুবেলের সিনেমায় প্লেব্যাকের গানগুলো শ্রোতার ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন শিল্পী কোনাল ও লুইপা দু’জনেই। 

আরও পড়ুন

×