ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভালো নেই সায়রা বানু

ভালো নেই সায়রা বানু

সায়রা বানু ও দিলীপ কুমার। ছবি: বলিউড বাবল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৩:০৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪৩

বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ভারতীয় সংবাদ গণমাধ্যমগুলো বলছে, বেশ কয়েক দিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন সায়রা। নিউমোনিয়া ছাড়াও সায়রা বানুর হাঁটুতে দু’টি ব্লাড ক্লট ধরা পড়েছে। আপাতত বাড়িতেই চিকিৎসকদের নজরে রয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১৯৬৬ সালে সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। তখন সায়রার বয়স ২২, দিলীপ কুমারের ৪৪। অর্থাৎ দিলীপের থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা।

দিলীপের সংসারে মন দিতেই নিজের কেরিয়ারকে ছেড়েছিলেন সায়রা। দিলীপকেই জীবনের মূলমন্ত্র করেছিলেন তিনি।


 
দিলীপ কুমার তার বায়োগ্রাফিতে লিখেছিলেন, সায়রার গর্ভে এসেছিল সন্তান। তবে সন্তানধারনের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক বাঁচাতে পারেনি দিলীপ-সায়রার সন্তানকে। ঠিক এই ঘটনার পরেই দিলীপ কুমার ফের বিয়ে করেন যা টিকে ছিল মাত্র দু’বছর। ফের সায়রার কাছেই ফিরেছিলেন তিনি। বায়োগ্রাফিতে দিলীপ জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

২০২১ সালের জুলাই মাসে মারা যান ৯৮ বয়সী দিলীপ কুমার। হঠাৎ করে স্বামী ছেড়ে যাওয়ায় ভেঙেও পড়েছিলেন সায়রা। সূত্র: বলিউড বাবল।

আরও পড়ুন

×