ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মঞ্চের টানে দেশ-বিদেশে ছুটছেন শিল্পীরা

মঞ্চের টানে দেশ-বিদেশে ছুটছেন শিল্পীরা

হাসান, চিরকুট ব্যান্ডের সদস্যারা ও এলিটা করিম। কোলাজ: সমকাল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১২:২৫ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১২:৩১

একটু দেরিতে হলেও আবার কনসার্ট মৌসুম শুরুর আভাস পাওয়া যাচ্ছে। মঞ্চের টানে দেশ-বিদেশে ছুটতে শুরু করেছেন তারকা থেকে শুরু করে তরুণ গায়ক-গায়িকা, ব্যান্ড ও বাদ্যশিল্পীরা। যদিও দেশে কনসার্টের মৌসুম শুরু হয় নভম্বরে। কিন্তু এ বছর নভেম্বর মাস ফুরিয়ে গেলেও কনসার্ট আয়োজন খুব একটা চোখে পড়েনি।

গত মাসে শো হয়েছে হাতেগোনা কয়েকটি। যার মধ্যে উল্লেখযোগ্য জলের গানের একক শো ‘মনের আনন্দে জলের গান’, সায়ানের একক সংগীত সন্ধ্যা ‘গানে গানে সায়ান’ এবং ‘ঢাকা রেট্রো কনসার্ট’। যদিও ‘ঢাকা রেট্রো কনসার্ট’ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণে তা পিছিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে চলতি বছর ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়নি ‘ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ধারাবাহিকভাবে এই উৎসব হয়ে আসলেও এ বছর ছিল তার ব্যতিক্রম।

অনেকের মতে, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের প্রেক্ষাপট বদলে যাওয়া, ভয়াবহ বন্যায় দেশের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে জনমনে খুব একটা স্বস্তি ছিল না। সে কারণেই নভেম্বর এলেও বিগত বছরগুলোর মতো সংগীত উৎসব করার উৎসাহ দেখাননি আয়োজকরা। তবে নভেম্বরে কনসার্ট খরা চোখে পড়লেও ডিসেম্বরে বিপরীত চিত্র দেখা যাবে বলেই অনুমান ছিল অনেকের।

মাসের শুরু থেকেই শিল্পীদের ব্যস্ততা বেড়ে যাওয়ায় সেই অনুমান এখন সঠিক বলেই প্রমাণিত হতে যাচ্ছে। এরই মধ্যে ব্যান্ড আর্ক, সোলস্, ভাইকিংস, বে অব বেঙ্গল, হাইওয়ে, কণ্ঠশিল্পী কর্নিয়া তাসনিম আনিকাসহ আরও কয়েকজন শিল্পী ও ব্যান্ড খুলনা, জামালপুর, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় কনসার্ট করার পাশাপাশি নতুন শোর ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়া ও সৌদি আরবের সফর শেষ করে জেমস গত মাসে ঢাকা রেট্রো কনসার্টে পারফর্ম করেছিলেন।

চলতি মাসে বিপিএল-এর মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে এই রকস্টারের। ব্যান্ডশূন্য কানাডায় ‘নস্টালজিয়া আনপ্ল্যাগড’ কনসার্ট শেষ করে এখন দেশে ফেরার অপেক্ষায়। চলতি মাসে বেশ কয়েকটি আয়োজনে পারফর্ম করার কথা রয়েছে এই ব্যান্ডের সদস্যদের। 

এদিকে আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবান্ন উৎসব ১৪৩১’। এ আয়োজনে পারফর্ম করবেন আর্ক ব্যান্ডতারকা হাসান, ব্যান্ড অ্যাভয়েড রাফা ও লালন। এ আয়োজনের পরেই মেহেরপুর ছুটে যাবে লালন ব্যান্ডের সদস্যরা। ১৭ ডিসেম্বর সেখানকার সামসুজ্জোহা পার্কে শো করার পর ২৩ ডিসেম্বর কনসার্ট করবে নরসিংদী মডেল বয়েজ স্কুলে। ব্যান্ড চিরকুট ১৬ ডিসেম্বর ইংল্যান্ডের র্যা মফোর্ডের মে ফেয়ারে ‘ভিক্টর ডে অব বাংলাদেশ: লাইভ ইন লন্ডন’ কনসার্টে পারফর্ম করবে। এরপর দলটি দেশে ফিরে ২১ ডিসেম্বর অংশ নেবে ‘লাইভ ইন ঢাকা’ কনসার্টে।

২০ ডিসেম্বর শিল্পী জয় শাহরিয়ার ও এলিটা করিম পারফর্ম করবে ইএমকে সেন্টারে আয়োজিত ‘আজব আনপ্ল্যাগট’ শিরোনামের সংগীত সন্ধ্যায়। এর বাইরেও বেশির ভাগ শিল্পী, ব্যান্ড ও মিউজিশিয়ানদের দেখা মিলবে দেশে ও বিদেশের মঞ্চে। নতুন দিনের প্রত্যয়ে এই সময়টা সবার সংগীত মূর্ছনার মুগ্ধতায় কাটুক– এই প্রত্যাশা এখন গানের ভুবনের বাসিন্দাদের। 

আরও পড়ুন

×