ভক্তের কাছে কেন ক্ষমা চাইলেন দেব

দীপক অধিকারী দেব। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৩:০১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৩:০৫
আর মাত্র কয়েকদিন বাকি। বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। ছবির প্রচারে পুরো পশ্চিমবঙ্গ বাস নিয়ে ঘুরছেন দেব। কিন্তু এর মধ্যে কী এমন ঘটলো যে তিনি তার ভক্তের কাছে ক্ষমা চাইলেন।
মূলত, ৮ ডিসেম্বর রাজ্যের মধ্যমগ্রামে গিয়েছিলেন দেব। তাকে দেখতে শুরু হয় বিপুল জনসমাগম। সেখানে গিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন কেউ কেউ। ভিড়ের কারণে অনেকে দেবের দেখাও পাননি। প্রিয় নায়ককে দেখতে না পেরে অনেক ভক্ত অভিমান নিয়ে বাড়ি ফিরেছেন।
এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক ভক্ত। অভিমানী সুরে লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হলেও আমি তোমাকে ভালোবাসতাম। এরকম ইভেন্ট করার কি দরকার, যেখানে তোমার ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে পায় না। কাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’
ভক্তের অভিমান বুঝেছেন দেব। তাই এক্স পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এমন ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত মোহনা। ক্ষমা চাই। এর পরের বার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’
বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। সুজিত দত্ত পরিচালিত এ ছবিতে দেব ছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিশত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য। সূত্র: সংবাদ প্রতিদিন ও হিন্দুস্থান টাইমস।