ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘নিরুপায় অয়নের মা-বাবা, বিয়ে ঠিক হতেই পালিয়ে যান তমা’

‘নিরুপায় অয়নের মা-বাবা, বিয়ে ঠিক হতেই পালিয়ে যান তমা’

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: নির্মাতার সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৬:৪৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৬:৪৮

বছরের শেষে জুটি হয়ে নতুন একটি নাটক নিয়ে দর্শকদের সামনে এলেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এর নাম রাখা হয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতা জানান, অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। বেকার হওয়ার কারণে ভাই-ভাবীর খোঁচা হজম করতে হয় তাকে। বাবা-মা নিরুপায়। অন্যদিকে তমা চরিত্রে আছেন তানজিম সাইয়ারা তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক।

নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি। নাটকটির আবহ সংগীত করেছেন আরফিন রুমি।

আজ (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

আরও পড়ুন

×