ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যে কারণে শাকিবের ‘বরবাদ’র সঙ্গে যুক্ত হলেন মিম

যে কারণে শাকিবের ‘বরবাদ’র সঙ্গে যুক্ত হলেন মিম

‘বরবাদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠান। ছবি: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ২০:৫৩

দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। আজ প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘বরবাদ’র ফার্স্ট লুক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমা নায়িকা বিদ্যা সিনহা মিমসহ আরও কয়েকজন তারকা। মিমসহ অন্য তারকাদের দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, এমন অনুষ্ঠানে সচরাচর নিজের সিনেমার শিল্পী ছাড়া অন্য শিল্পীদের দেখা যায় না।

মূলত, ‘বরবাদ’ সিনেমার রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে বিউটি ব্র্যান্ড ‘লিলি’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। লিলির ব্রান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষর করেন মিম।

স্বাক্ষর শেষে মিম বলেন, “আমি জানি আজ সবাই অনেক এক্সাইটেড। কারণ ‘বরবাদ’ সিনেমা ফার্স্ট লুক আসছে। আমি এখানে ‘লিলি’র পক্ষে এখানে এসেছি। এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অনেক খুশি। এবার ঈদের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘বরবাদ’। আমরাও এটি দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছি।”

এসময় শাকিব খান বলেন, “একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। ‘বরবাদ’ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিউটি ব্র্যান্ড ‘লিলি’।”

আরও পড়ুন

×