ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বছরের শেষ প্রান্তে সংগীতের বর্ণাঢ্য আয়োজন

বছরের শেষ প্রান্তে সংগীতের বর্ণাঢ্য আয়োজন

ব্যান্ড দল ‘শিরোনামহীন’

আনন্দ প্রতিদিন প্রতিবেদক  

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪ | ১০:৫৭

প্রতিবছর নভেম্বর থেকে শুরু হয় কনসার্ট মৌসুম। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কনসার্ট মৌসুম শুরু হয়েছে একটু দেরিতে। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলন, এক দফা দাবি এবং স্বৈরশাসকের পতন, এর পর দু’দফা বন্যায় দেশজুড়ে নানা প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনিয়ন্ত্রিত বাজারদরে দিশেহারা হয়ে পড়েছিল জনসাধারণ। যে কারণে কনসার্ট আয়োজন ও গানের প্রকাশনা অনেকটা থেমে গিয়েছিল। এ মুহূর্তে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় আবার ব্যস্ত হয়ে উঠেছেন শিল্পী, মিউজিশিয়ান ও কনসার্ট আয়োজকরা। চাইছেন সাত-সুরের বর্ণাঢ্য সব আয়োজন দিয়ে ২০২৪ সালকে বিদায় জানাতে। সেই ভাবনা থেকেই বছরের শেষ প্রান্তে সংগীতের বেশ কিছু কনসার্টের আয়োজন করা হচ্ছে।

২৯ ডিসেম্বর রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্দি বিটস’ শিরোনামে রক-ফিউশনধর্মী কনসার্ট। এতে পারফর্ম করবে আলোচিত ব্যান্ড ইনদালো ও এম্বারস ইন স্নো। এ আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট। 

আয়োজকরা জানান, রক-ফিউশনপ্রেমীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই কনসার্ট, যার মধ্য দিয়ে অনেক দিন পর মঞ্চে দেখা মিলতে যাচ্ছে ইনদালোর; সঙ্গে থাকছে এম্বারস ইন স্নো। ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে এই কনসার্ট; চলবে রাত পর্যন্ত। এদিকে ‘ইন্দি বিটস’-এর দু’দিন পর ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীতে শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হবে ‘নিউ ওয়েব’ শিরোনামে আরেকটি আয়োজন। এতে অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, কণ্ঠশিল্পী তাসনিম আনিকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী পূজা চেরী, তরুণ শিল্পী আরশিয়া আলম, ডিজে স্মরণ, ডিজে রাজনসহ অনেকে। গ্লোসি মিডিয়ার এ আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ সালকে বিদায় জানানোর পাশাপাশি ইংরেজি নতুন বছরকে বরণ কেড়ে নেবেন অনুষ্ঠানের দর্শক ও তারকারা। আয়োজকদের কথায়, নিউ ইয়ার আর নতুন বাংলাদেশ আরও সংগীতময় করে তোলার বাসনা নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন, যা দর্শকের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে তাদের বিশ্বাস।

আরও পড়ুন

×