ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আজ এলিটা ও জয়ের ‘আজব আনপ্লাগড’

আজ এলিটা ও জয়ের ‘আজব আনপ্লাগড’

জয় শাহরিয়ার ও এলিটা করিম

আনন্দ প্রতিদিন প্রতিবেদক  

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪ | ১২:০৮

আজ অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সুর-মূর্ছনায় গান শোনাবেন সময়ের আলোচিত দুই কণ্ঠশিল্পী এলিটা করিম ও জয় শাহরিয়ার। এ দুই শিল্পীর পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘আজব আনপ্লাগড’ শিরোনামে সংগীতায়োজন। অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে। দুই ঘণ্টা ব্যাপ্তির এই আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। এই শোর আয়োজন করেছে ইভেন্ট অর্গানাইজ প্রতিষ্ঠান আজব কারখানা। 

এর কর্ণধার ও কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার বলেন, আজব কারখানা শুরু থেকেই ভিন্ন ধাঁচের অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যে প্রতিষ্ঠানটি এ বছর বেশ কয়েকটি কনসার্টের আয়োজন করেছে। সেখানে তারকা থেকে শুরু করে মেধাবী ও তরুণ শিল্পীরা নিজেদের অভিনব সৃষ্টি তুলে ধরার সুযোগ পেয়েছেন। এবার স্টেজ শোতে আরেকটু নতুন মাত্রা নিয়ে আসতে আনপ্লাগড শোর পরিকল্পনা। সেখানে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সঙ্গে থাকছে জনপ্রিয় গানগুলোর পাশাপাশি কিছু নতুন গানের পরিবেশনা। আশা করছি, এ আয়োজন অনেকের মনে ছাপ ফেলবে। জয়ের পাশাপাশি শিল্পী এলিটা করিমও ‘আজব আনপ্লাগড’ নিয়ে আশা প্রকাশ করেছেন। 
 

আরও পড়ুন

×