ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হলে মুক্তির ১৯ দিন পর বিকল্প প্রদর্শনীতে

হলে মুক্তির ১৯ দিন পর বিকল্প প্রদর্শনীতে

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪৮

গত ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘নয়া মানুষ’ সিনেমাটি।  মুক্তির ১৯ দিনের মাথায় পরিচালক-প্রযোজক জানালেন ছবিটির এবার বিকল্প প্রদর্শনী হবে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিকল্প প্রদর্শনীর শুরুটা হচ্ছে। 

বিকল্প প্রদর্শনীর প্রথম ধাপে কাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে টিএসসি মিলনায়তনে ‘নয়া মানুষ’ ছবির প্রদর্শনী হবে বলে জানালেন পরিচালক সোহেল রানা বয়াতি। বেলা দুইটা ও বিকেল চারটায় দুটি প্রদর্শনীর মাধ্যমে শুরু হচ্ছে এ বিকল্প প্রদর্শনী। এরপর পর্যায়ক্রমে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনী করা হবে।

 আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিকের গল্পের  এই ছবিটি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যিই বিকল্প প্রদর্শনীর আয়োজন বলে জানান পরিচালক।  বিকল্প প্রদর্শনীতে ১০০ ও ৫০ টাকার বিনিময়ে আগ্রহীরা ছবিটি দেখার সুযোগ পাবেন।

বিকল্প প্রদর্শনী প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, ‘দেশের একটা বিশাল অংশের মানুষ বিভিন্ন কারণে সিনেমা হলবিমুখ, পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছেন। কিন্তু “নয়া মানুষ” পরিবারের সবাইকে নিয়ে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা। সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এই বিকল্প প্রদর্শনীর মাধ্যমে ছবিটি গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাদের সিনেমা দেখানোয় অভ্যস্ত করতে চাই।’

‘নয়া মানুষ’ ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহীন রহমান, মেহারান সানজানা, পারভিন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

আরও পড়ুন

×