ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমাকে স্টুডিও থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল: ইমন চক্রবর্তী

আমাকে স্টুডিও থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল: ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১২:৪৫

টলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। দিনকে দিন নিজের সাফল্যকে উতরে যাচ্ছেন তিনি। জনপ্রিয়তাও বাড়ছে ঢের। তবে এই সাফল্য একদিনে আসেনি। লিলুয়ার মেয়ে ইমনের এই জার্নির নেপথ্যে ছিল দীর্ঘ পরিশ্রম, নিরলস প্রচেষ্টা। একসময় স্টুডিয়ো থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন যে মানুষটি, আজ সেই তাঁর অন্যতম কাছের বন্ধু। এবার সেই বন্ধুর কথা বলতে গিয়েই কেঁদে ফেললেন গায়িকা। কে সেই ব্যক্তি? 

সম্প্রতি সারেগামাপার এক এপিসোডেই নিজেকে উজাড় করেছেন ইমন। 'বন্ধু চল' গানটি শুনেই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তিনি বলেন, 'আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে। যার মধ্যে দু-তিনজনের নাম না বললেই নয়। প্রথম, দিব্যেন্দুদা। যাকে আমি দ্বিতীয় মা বলি। অন্যজন অভিষেক রায়, যাকে সবাই এখানে চেনে। ওরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আরেকজন বন্ধু, পাশে যে লোকটা বসে আছে।'

ইমনের ঠিক পাশের আসনেই বসে ছিলেন টলিউডের অন্যতম খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইমনকে তিনিই বের করে দিয়েছিলেন স্টুডিয়ো থেকে। সেই জন্য রাগ নয়, বরং কৃতজ্ঞ তিনি। 

ইমন বললেন, "ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ আইডি (ইন্দ্রদীপ দাশগুপ্ত)। আই লাভ ইউ সো মাচ’। ভাগ্যিস ইন্দ্রদীপ সঙ্গে ছিলেন তার! 'কী দুর্দশাই হত তা না হলে'।

বন্ধুর তালিকায় নিজের স্বামী নীলাঞ্জনের নাম নিতেও ভোলেননি ইমন। ২০২০ সালের দুর্গাপুজোয় নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরে সম্পর্কে অফিসিয়্যাল সিলমোহর দেন ইমন। এরপর ২০২১-এর ৩১শে জানুয়ারি সারেন আইনি বিয়ে। প্রায় চার বছর হতে চলল। স্বামীর সঙ্গে চুটিয়ে বিবাহিত জীবন উপভোগ করছেন তিনি। একই সঙ্গে চলছে কাজও।

আরও পড়ুন

×