ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পরীমণি ইস্যুতে আশফাক নিপুন বললেন, কাজের সরকার হোন

পরীমণি ইস্যুতে আশফাক নিপুন বললেন, কাজের সরকার হোন

পরীমণি ও আশফাক নিপুন। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ১৫:৩৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ১৬:১৯

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা পরীমণির। শনিবার টাঙ্গাইলে একটি প্রসাধনী শোরুম উদ্বোধনের কথা ছিল তার। স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি। রোববার উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

পরীমণির সঙ্গে ঘটা বিষয়গুলো ভালোভাবে দেখছেন না নির্মাতা আশফাক নিপুন। শোরুম উদ্বোধনে স্থানীয়দের বাধা’কে ‘মব’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সেই সঙ্গে ‘মব’ ঠেকানোর জন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান এ নির্মাতা।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুন লেখেন, ‘মবের প্রতিবাদের মুখে পরীমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরোনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’

তিনি আরও বলেন, ‘আবার সাজাপ্রাপ্ত দাগি আসামি সকলের জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের ওপর সভেরন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত ‘মব’ এর প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।’

নির্মাতা আরও বলেন, ‘কাকতালীয় বা অকাকতালীয় কোন সরকারই হইয়েন না, জনাব সরকার, কাজের সরকার হোন। ‘মব’ ঠ্যাকান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন। নাহলে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না।’

আরও পড়ুন

×