‘ফ্লাওয়ার ফেস্ট’-এ জেমস ও আলোচিত ৭ ব্যান্ড

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ১৪:১৯
ছোট একটা বিরতির পর আবার মঞ্চে উঠতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস। এবার এই রকতারকা পারফর্ম করবেন বন্দর নগরী চট্টগ্রামে আয়োজিত ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে। সঙ্গে থাকছে তাঁর ব্যান্ড নগর বাউল।
আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে জেমস ও নগর বাউলের পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও ৭টি ব্যান্ড। সে তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। আয়োজকরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’র আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে।
৬ ফেব্রুয়ারি বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। ৭টি ব্যান্ডের পরিবেশনা শেষে শো স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস। ফুল ও সংগীতপ্রেমীদের জন্য কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। জেমসের কথায়, সংগীতের মাধ্যমে যে কোনো উৎসব আরও বর্ণাঢ্য করে তোলা যায়।
‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্ট তারই একটি উদাহরণ হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জেমসের এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন কনসার্টে অংশ নেওয়া অন্যান্য ব্যান্ড সদস্যরা।
- বিষয় :
- জেমস