ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভালোবাসা দিবসে বড় পর্দায় আসছেন নাঈম-মিথিলা

ভালোবাসা দিবসে বড় পর্দায় আসছেন নাঈম-মিথিলা

এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ১৩:৩৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ | ১৩:৩৭

ছোট পর্দায় জুটিবেঁধে কাজ করলেও প্রথম বড় পর্দায় দেখা যাবে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটিকে। সিনেমার নাম ‘জলে জ্বলে তারা’। সিনেমার সব কাজ শেষ হলে একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয়। কিন্তু প্রতিবার সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অরুণ চৌধুরী পরিচালিত ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি।

২০২০-২১ অর্থবছরে অনুদান পায় ‘জলে জ্বলে তারা’। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়।

এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা অরুণ চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি। প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমূখ।

আরও পড়ুন

×