ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গ্র্যামি পুরস্কার অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা 

গ্র্যামি পুরস্কার অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা 

শাকিরা। ছবি:সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:১৬ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:১৭

জন্মদিনে পপ গায়িকা শাকিরার মুকুটে নয়া পালক যুক্ত হলো। ফের গ্র্যামি জয়ী হলেন তিনি। এই নিয়ে চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন বিশ্ব নন্দিত এই শিল্পী। 

নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের। তিনি বলেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।”

বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা। এ সময় উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

এদিন শুধু পুরস্কার গ্রহণ করেননি শাকিরা। দর্শকদের সম্মোহিত করেছেন নিজের পারফর্মেন্সে। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে। 

আরও পড়ুন

×