ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিষেকের জন্মদিনে আবেগী ঐশ্বরিয়া, দিলেন যে বার্তা

অভিষেকের জন্মদিনে আবেগী ঐশ্বরিয়া, দিলেন যে বার্তা

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:১১ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৪৭

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের দাম্পত্যকলহ প্রায় বছরখানেক ধরেই চর্চায়। গত মাসেই বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন তাঁরা। এবার ভাঙা সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি। অভিষেক বচ্চনের জন্মদিনে ভালোবাসার বার্তা দিলেন ঐশ্বরিয়া।

বুধবার ৪৯ বছরে পা রাখলেন অভিষেক বচ্চন। সে উপলক্ষেই সোশাল মিডিয়ায় স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করেছেন বচ্চনবধূ। সহজ-সরল জুনিয়র বচ্চনকে দেখা যাচ্ছে, গাড়ির স্টিয়ারিং হাতে।

সেই ছবি পোস্ট করেই ঐশ্বর্য লিখলেন, ‘শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা এবং আলোয় কাটুক। শুভেচ্ছা রইলো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

 

অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্য সম্প্রতি কৈশোর প্রবেশ করেছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে এক ছাদের নিচে দেখা গেছে তারকা দম্পতিকে। এরপর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে।

গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গেছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। এমনও শোনা গেছে, মেয়েকে নিয়ে আলাদা থাকেন ঐশ্বরিয়া। সেসব গুঞ্জন দূরে ঠেলে প্রকাশ্যেই স্বামীকে ভালোবাসার কথা জানালেন ঐশ্বরিয়া। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×