সৌমীর সঙ্গে প্রেম নিয়ে তোলপাড়, মুখ খুললেন কবীর সুমন

কবীর সুমন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫:১৮
ভালোবাসা দিবসে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী কবীর সুমনের একটি পোস্ট রীতিমত ভাইরাল। এক নারীর সঙ্গে ছবি দিয়ে কবীর সুমন লেখেন, ‘আমাদের ভ্যালেন্টাইন।’ সেই ক্যাপশন থেকেই শিল্পীর নতুন করে প্রেমে পড়ার জল্পনার সূত্রপাত, যা নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভালোবাসা দিবসে সেই পোস্ট দেখে অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পীকে। একদিন পর সেই পোস্ট নিয়ে মুখ খুললেন শিল্পী। পোস্টের নেপথ্যের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি তাঁর ফ্রেমে ধরা দেওয়া নারীর পরিচয়ও দিলেন কবীর সুমন।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে কবীর সুমনে জানান, শারীরিকভাবে তিনি অসুস্থ। বার্ধক্যজনিত কারণে তার একা থাকা বারণ। বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার সময়ও লাঠির সাহায্য নিতে হয়। চিকিৎসকের পরামর্শ, কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে সবসময়। সিঁড়ি দিয়ে নামলেও তৎক্ষণাৎ ওঠা যাবে না। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এমন অবস্থায় প্রতিদিন কোনো ছাত্রী বা অন্য কেউ থাকেন তার সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন মৃন্ময়ী, কারা, সৌমীসহ ছেলে-মেয়ে নির্বিশেষে অনেকে। তাদের বাবা-মায়ের সঙ্গেও কবীর সুমনের পারিবারিক সম্পর্ক।
ভালোবাসা দিবসের সেই পোস্টের বিষয়টি পরিষ্কার করে কবীর সুমন বলেন, ''ভালোবাসা দিবসে সৌমী আমার বাসায় ছিলেন। আমরা বারান্দায় গিয়ে ছবি তুলি এবং 'আমাদের ভ্যালেন্টাইন ডে’ বলে একটা পোস্ট করি। সৌমী আমার প্রেমিকা নন, আমার ছাত্রী, বন্ধু। দেখভাল করার জন্য প্রয়োজনে আমার বাড়িতে থাকেন। নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়া।”
পোস্টের ছবিতে দেখা যায় সৌমীর কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সুমন। সত্তরোর্ধ্ব শিল্পীর ভালোবাসা দিবসের পোস্টে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভরে যাচ্ছে কমেন্টবক্স।
- বিষয় :
- কবীর সুমন
- ভালোবাসা দিবস