ছেলের জন্মদিনের উদযাপনে মাতলেন সাইফ-কারিনা

দুই ছেলের সঙ্গে সাইফ আলী খান ও কারিনা কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩:৫৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:০৪
সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা সাইফ আলী খানের। গেল মাসে হামলার শিকার হয়ে হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। ছোট ছেলে জেহের জন্মদিনের উদযাপন পরিবারের মধ্যে ফের খুশির জোয়ার এনেছে।
জেহ আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি চার বছরের হবে। তার আগেই প্রকাশ্যে এল উদযাপনের ছবি। কারিনা ও সাইফ তাঁদের ছোট ছেলে জেহের চার বছরের জন্মদিনে মারিও থিমের আয়োজন করেন। পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার উদযাপন সারেন তাঁরা।
ছুরিকাঘাতের ঘটনার পর বর্তমানে সাইফের পরিবার নিরাপত্তা নিয়ে আরও বেশি সচেতন। তাই পরিবারিক অনুষ্ঠানে অনেকটাই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নেন নবাব পরিবার।
পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুনসহ জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল। ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানিসহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা নিয়ে এদিনের উদযাপন সারেন তাঁরা। অতিথিরা তাঁদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন।
- বিষয় :
- সাইফ আলী খান
- কারিনা কাপুর খান