ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

‘বয়স রাখলাম সিন্দুকে, যে যাই বলুক নিন্দুকে’

‘বয়স রাখলাম সিন্দুকে, যে যাই বলুক নিন্দুকে’

সাবেরী আলম,দিলারা জামান ও চিত্রলেখা গুহ। ছবি:সংগ্রহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫ | ১৪:০৭ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ | ১৪:১৬

লাইট-ক্যামেরা-অ্যাকশন এই শব্দত্রয়ীকে ঘিরেই তাদের শিল্পী জীবন। এর বাইরেও যে তারা আট-দশজন মানুষ থেকে আলাদা নয়, তাদের যে ইচ্ছা হয়, সুযোগ পেলে ছেলেমানুষিতে ওঠার, তার প্রমাণ মিলল আরও একবার। যখন দেখা গেল, এক চিলতে অবসর পেয়ে উল্লাসে মেতে উঠেছেন দিলারা জামান, সাবেরী আলম ও চিত্রলেখা গুহ।

সম্প্রতি রাজধানীর অদূরে পুবাইলে ‘একান্নবর্তী’ নাটকের শুটিংয়ের ফাঁকে এভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন তারা। ছবিটি গতকাল ফেসবুকে শেয়ার করেছেন চিত্রলেখা গুহ।

ক্যাপশনে ছন্দ মিলিয়ে লিখেছেন, ‘বয়স রাখলাম সিন্দুকে, যে যাই বলুক নিন্দুকে; মন আমাদের উনিশ-কুড়ি, মাটিতে পা আকাশে উড়ি।’ 

মা চরিত্রে অনবদ্য অভিনয় করছেন দিলারা জামান, সাবেরী আলম ও চিত্রলেখা গুহ। আসছে ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন তারা। তাদের কাজের ব্যস্ততা থাকবে চাঁদ রাত পর্যন্ত।

আরও পড়ুন

×