ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঈদ বিশেষ

ছোটবেলায় বায়তুল মোকাররমে হারিয়ে গিয়েছিলাম: সিয়াম

ছোটবেলায় বায়তুল মোকাররমে হারিয়ে গিয়েছিলাম: সিয়াম

সিয়াম আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫ | ১৬:৪১ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ | ১৬:৪৮

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে ঈদে তাঁরা কী করেন, কোথায় যান কিংবা ছোটবেলা তাদের ঈদ কেমন ছিল- প্রায়ই এসব প্রশ্ন করেন ভক্তরা। এবার চিত্রনায়ক সিয়াম আহমেদ জানালেন, ছোটবেলার বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি।

সমকাল ঈদ আড্ডায় উপস্থিত হয়ে সিয়াম বলেন, ‘আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। ছোটবেলায় বাবার সঙ্গে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ পড়তাম। সেখানে তো অনেক মুসল্লি। নামাজের পর কোলাকোলি শেষে দেখি আব্বু পাশে নেই। অনেকক্ষণ বাবাকে খুঁজেছি। পরে দেখি মসজিদ খালি হওয়ার পথে। বাবাকে খুঁজে না পেয়ে একটি রিকশায় করে বাড়ি ফিরি। কিন্তু বাড়ি ফিরে দেখি বাবা তখনো বাসায় আসেনি। তখন তো ফোন ছিল না। এটা আব্বুর বাবার জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। কারণ তিনি আশপাশের পুরো এলাকা আমাকে খুঁজেছেন।’

ঈদের সালামি বিয়ে সিয়াম বলেন, ‘আমি জীবনে একজনের কাছ থেকেই সবচেয়ে বেশি সালামি পেয়েছি, তিনি বলেন আমার বাবা। তার কাছ থেকেই আজীবন সালামি নিতে চাই। এখন সালামি নেওয়ার থেকে দেওয়ার পাল্টাটা ভারি। এখন বড় হয়েছি, তাই সবাইকে এখন সালামি দিতে হয়।’

এবার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের সিনেমা জংলি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দিঘী। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। 

আরও পড়ুন

×