ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চলমান জীবনধারার প্রতিচ্ছবিতে ইয়াশ-রিয়া

চলমান জীবনধারার প্রতিচ্ছবিতে ইয়াশ-রিয়া

ইয়াশ রোহান ও রিয়া ঘোষ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ | ১৭:৫২

ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে আবার দর্শক মনোযোগ কাড়ছেন মডেল ও অভিনেত্রী রিয়া ঘোষ। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এ জুটির দ্বিতীয় নাটক ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটির কাহিনি ও সংলাপ লেখার পাশাপাশি পরিচালনা করেছেন পথিক সাধন।

এতে ইয়াশ-রিয়া জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোঃ আসাদুজ্জামান, রুবাইয়া এশা, সামি রহমান, লিজা আক্তার, ইকবাল হোসেন, হাসান জাহিদ, আলিজা প্রমুখ।

নাটকটি প্রকাশের স্বল্প সময়ের মধ্যে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছে। সেই সুবাদে প্রশংসা কুড়াচ্ছেন ইয়াশ রোহান, রিয়া ঘোষ নির্মাতা পথিক সাধনসহ নাটকের অন্য কলাকুশলীরা। 

ইয়াশের কথায়, ‘যখন দর্শক কোনো গল্পে যাপিত জীবন নানা ঘটনা এবং চরিত্রের মাঝে চেনা মানুষের ছায়া খুঁজে পান, তখন সেটি তাদের মনে দারুণভাবে ছাপ ফেলে। ‘এভাবেও পাশে থাকা যায়’ তেমনই এক গল্প যা দর্শকের কাছে চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে ধরা দেবে।’

রিয়া ঘোষের সঙ্গে জুটি বেঁধে অভিনয় নিয়ে এ অভিনেতা আরও জানান, পথিক সাধনের ‘প্রেম ও ছলনার গল্প’ নাটকে প্রথম তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। নাটকটি ভালো লেগেছিল। সেই সুবাদে আরও একবার জুটি বেঁধে অভিনয় করা।

এদিকে ঈদের বেশ কিছু নাটকে অভিনয় দর্শক প্রশংসা কুড়িয়েছেন ইয়াশ রোহান। অন্যদিকে রিয়াকে নজর কেড়েছেন ‘স্বপ্নচারিণী’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করে।

আরও পড়ুন

×