ভালো গান শ্রোতারা খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন: রুনা লায়লা

রুনা লায়লা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ১৩:৪৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ১৩:৪৬
বিটিভির গত বছরের ঈদ ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠানে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা গেয়েছিলেন ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটি।
আনজীর লিটনের কথায় আশরাফ বাবুর সুরে রুনা লায়লার সঙ্গে এই গান গেয়েছিলেন এ প্রজন্মের জনপ্রিয় চার কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান, সাব্বির ও ঝিলিক। সেই গানই এখন ‘বিটিভি মিউজিক’-এ প্রচার হচ্ছে।
ইউটিউব চ্যানেলটিতে প্রচারের পর এখন পর্যন্ত ১০ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন গানটি। অর্থাৎ এই গানের প্রতি শ্রোতাদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
রুনা লায়লা বলেন, “টিভির ঈদ আনন্দমেলায় এরই মধ্যে বেশ কয়েকবার গান গাওয়া হয়েছে। গত বছর বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলার জন্য ‘নতুন পৃথিবী’ গানটি গেয়েছিলাম। এটি প্রচারের পর ইউটিউবেও গানটি যে শ্রোতারা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন, এটা অবশ্যই ভালো বিষয়।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী, ভালো গান শ্রোতারা খুঁজে খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন। যে কারণে গানটি বেশি বেশি মানুষ উপভোগ করছেন।’
- বিষয় :
- রুনা লায়লা
- গান
- সংগীতশিল্পী
- সংগীত