বিরতি ভেঙে ফিরলেন রিচা

রিচা চাড্ডা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫ | ১৯:২২ | আপডেট: ১১ মে ২০২৫ | ১৯:২২
মা হওয়ার কারণে বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে দূরে সরেছিলেন রিচা চাড্ডা। এবার বিরতি ভেঙে ফিরলেন অভিনয়ে। তবে নতুন সিনেমা নিয়ে এখনই মুখ খুলতে চান না এই বলিউড তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইন-কে অভিনেত্রী শুধু এটুকু জানিয়েছেন, কামব্যাক সিনেমাটি তাঁর জন্য সত্যিকার অর্থে স্পেশাল। আগামী সেপ্টেম্বরে শুরু হবে সিনেমার শুটিং।
সেখানে তিনি অভিনয় করবেন একজন উচ্চবিত্ত উদ্যোক্তার চরিত্রে, যিনি জন্ম থেকেই অনাথ এবং যার জীবনের খাতায় শুধুই লড়াই আর প্রমাণ করার দায় রয়েছে। চরিত্রটা যেমন শক্তিশালী, তেমনই আবেগপ্রবণ।
নির্মাতারা আশা করছেন তাঁর চরিত্রটি দর্শকের মনে দারুণভাবে দাগ কাটাবে।
রিচার কথায়, ‘এ চরিত্রটি আমার কাছে শুধু একটা রোল নয়, একটি জার্নি। সিনেমার চিত্রনাট্য যখন পড়ি, কেমন যেন থমকে গেছিলাম। কারণ, এর গল্প ও চরিত্রে যেমন গভীরতা আছে, তেমনি আছে হাস্যরসের খোরাক জোগানো উপকরণ। বাস্তব জীবনের মতোই টানাপোড়েনে ভরা এই গল্প।’
- বিষয় :
- রিচা চাড্ডা