যুদ্ধ নয়, অজ্ঞতাই নতুন প্রজন্মকে শেষ করবে: কঙ্গনা

কঙ্গনা রনৌত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫ | ১৫:০২ | আপডেট: ১২ মে ২০২৫ | ২০:৩৪
কাউকে কিছু বলার হলে দু’বার ভাবেন না! বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত। নিজের মতামত স্পষ্টভাবে জানান। সোশাল মিডিয়ায় এবার নতুন প্রজন্ম সম্পর্কে মন্তব্য করে আলোচনায় সেই বলিউড কুইন কঙ্গনা রনৌত।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে একটি ভিডিও। তাতে দেখা যায়, কয়েক কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন, 'আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলেন, আমি ভুল গিয়েছি।’ আরেকজনের উত্তর আরও ভয়ংকর। তিনি বলেন, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’ এরপর সঞ্চালিকা আর বেশিকিছু বলেননি। ভিডিওটি দেখে রেগে আগুন কঙ্গনা।
ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’ গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ি করেছে ভারত।
'অপারেশন সিঁদুর' নামে পাল্টা আঘাতও করেছে। পাকিস্তানও ভারতে পাল্টা আঘাত করেছে। তবে বর্তমানে অস্ত্রবিরতিতে রয়েছে দুইদেশ। হিন্দুস্থান টাইমস।
- বিষয় :
- কঙ্গনা রনৌত