সাইফপুত্র ইব্রাহিমের সরল স্বীকারোক্তি

ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫ | ১৬:১৫ | আপডেট: ১২ মে ২০২৫ | ১৬:২০
বলিউডে অভিষেক হয়েছে সাইফ আলি খানের চেলে ইব্রাহিম আলি খানের। খুশি কাপুরের বিপরীতে তার প্রথম ছবি ‘নাদানিয়া’ মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে পড়েছে। এরই মধ্যে ইব্রাহিম আলি খান স্বীকার করলেন, এই সিনেমায় অভিনয় নিয়ে খুশি নন তিনি। চেয়েছিলেন তার অভিষেক আরও ভালো হোক।
জিকিউ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম বলেন, ‘অনেকেই আমাকে বলেছে, এটা তো তোমার প্রথম ছবি, দুশ্চিন্তা করো না। কিন্তু আমি তা মানতে পারছি না। আমি চেয়েছিলাম আমার প্রথম ছবি দুর্দান্ত হোক। আমি নিজেও দুর্দান্ত হতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝি, আমাকে শিখতে হবে, শেখাটাই সবচেয়ে জরুরি।’
ইব্রাহিমের এই আত্মসমালোচনামূলক মন্তব্যকে বলিউডে একটি পরিণত দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছে অনেকেই।
তিনি জানান, মাত্র ২৪ বছর বয়সে তিনি তিনটি ছবিতে কাজ শেষ করেছেন এবং পেছন ফিরে তাকালে বোঝেন—কোথায় আরও ভালো করা যেত, কোথায় কঠোর পরিশ্রম করা উচিত ছিল।
‘নাদানিয়া’ চলচ্চিত্র দিয়েই পরিচালনায় হাতেখড়ি হয় নির্মাতা শাওনা গৌতমের। ছবিতে ইব্রাহিম ও খুশি কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুগল হংসরাজ, সুনীল শেঠি, দিয়া মির্জা ও মাহিমা চৌধুরী। সূত্র: বলিউড বাবল।
- বিষয় :
- খুশি কাপুর
- ইব্রাহিম আলি খান