ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভারত-চীন সংঘর্ষে নিহত কর্নেলের চরিত্রে সালমান

ভারত-চীন সংঘর্ষে নিহত কর্নেলের চরিত্রে সালমান

সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ১৫:২৪ | আপডেট: ১৯ মে ২০২৫ | ১৫:৩৫

গেলো কয়েক বছরে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেননি বলিউড সুপারস্টার সালমান খান। গত ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমাটিও ভালো ব্যবসা করতে পারেনি। স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। এরই মধ্যে এলো সুখবর। নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। এবার ভারতীয় এক বীরের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ভাইজান।

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ভারতের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে চীন-ভারত সংঘর্ষে নিহত কর্নেল বি. সন্তোষ বাবুর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন ‘শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা’ এবং ‘মিশন ইস্তানবুল’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। ২০২৫ সালের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০২০ সালে চীনা পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। ১৯৬৭ সালের পর এই সংঘর্ষেই প্রথম কোনো ভারতীয় সেনা অফিসার মারা যান। তার বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছে শিব অরুর ও রাহুল সিংহ রচিত বই ‘ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩’-এর প্রথম অধ্যায়ে।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যম মিড ডেকে জানিয়েছে, কর্ণেল বাবুর চরিত্রটি অত্যন্ত বীরত্বপূর্ণ। তিনি একাধিক জঙ্গি দমন অভিযানে দক্ষতা দেখিয়েছেন। পরিচালক বইটির প্রথম অধ্যায় ‘আই হ্যাড নেভার সিন সাজ ফিয়ার্স ফাইটিং- দ্য গালওয়ান ক্ল্যাশ অব জুন ২০২০’-এর স্বত্ব কিনে নিয়েছেন। এটি গালওয়ান সংঘর্ষের একটি প্রত্যক্ষ বিবরণ।

চিত্রনাট্য রচনা করেছেন সুরেশ নায়ার, যার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ। সংলাপ লিখেছেন চিন্তন শাহ নিজেই।

সূত্র জানিয়েছে, গল্পটি শুনে সালমান খান অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন এবং মে মাসের শেষ দিক থেকে প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যেই মুম্বাইয়ের পাশের পনভেলে নিজের ফার্মহাউসে শারীরিক অনুশীলন শুরু করেছেন তিনি।

এটি সালমান খান ও অপূর্ব লাখিয়ার প্রথম যৌথ প্রজেক্ট। প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, সালমান খান তার পরবর্তী ছবির পরিচালক হিসেবে অপূর্ব লাখিয়াকে চূড়ান্ত করেছেন এবং ২০২৫ সালের জুলাই থেকে শুটিং শুরু হবে।

এর আগে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সালমান খান ছবির শুটিংয়ের জন্য উচ্চ পার্বত্য এলাকা লাদাখে যাবেন। সেখানে প্রায় ২০ দিনের একটি শিডিউল শেষ করে তিনি ফিরবেন মুম্বাইয়ে, যেখানে ৫০ দিনের আরও একটি শিডিউল হবে। সব মিলিয়ে ৭০ দিনের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা আছে। ছবিটি ২০২৬ সালের প্রথম ভাগে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: বলিউড হাঙ্গামা।

আরও পড়ুন

×