‘মেঘের নৌকা’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল

শেখ সাদী খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আসিফ ইকবাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৪:২৮
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’-এর জনপ্রিয় গান ‘মেঘের নৌকা’ গানের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেছেন আসিফ ইকবাল।
সম্প্রতি দেশের কিংবদন্তি সুরকার শেখ সাদী খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আসিফ ইকবাল, যা তার জন্য ছিল এক আবেগঘন ও গর্বের মুহূর্ত। পরপর তিনবারসহ মোট পাঁচবারের শ্রেষ্ঠ গীতিকারের মর্যাদা লাভ করেন তিনি।
পুরস্কার গ্রহণের পর গানটির সুরকার ও গায়ক ইমরান এবং গায়িকা কোনালের প্রতি কৃতজ্ঞতা জানান আসিফ ইকবাল। পাশাপাশি ধন্যবাদ জানান পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও শবনম বুবলী, প্রযোজক জামাল হোসেন এবং শিরীন আখতারকে।
তিনি বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মতো একটি নির্ভরযোগ্য সংগীত প্ল্যাটফর্ম না থাকলে সংগীতচর্চা এভাবে এগিয়ে যেত না। এ আয়োজন আমাদের মতো গীতিকবিদের জন্য শক্তি ও প্রেরণার উৎস।’
সংগীত জীবনের অনুপ্রেরণা হিসেবে তিনি শ্রদ্ধা জানান নকিব খান, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীকে, এবং ধন্যবাদ জানান তার পরিবার ও শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসায় তিনি আজও সৃষ্টিশীলতায় নিজেকে নিয়োজিত রাখতে পারছেন।
- বিষয় :
- আসিফ ইকবাল
- চয়নিকা চৌধুরী