‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ গানে মেতেছে দর্শক

গানের একটি দৃশ্যে আদর আজাদ ও পূজা চেরি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৭:৫৮ | আপডেট: ২৬ মে ২০২৫ | ২০:৩৭
সপ্তাহখানেক আগে পোস্টার প্রকাশ করে জানানো হয় আগামী ঈদুল আজহায় সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আদর আজাদ ও পূজা চেরির সিনেমা ‘টগর’। এবার প্রকাশ পেল সিনেমাটির প্রথম গান ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’। গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলতে শুরু করেছে।
‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’গানটি প্রকাশের দুই দিনে ফেসবুকে দেখেছে ৪ লাখ ৫২ হাজারের বেশি দর্শক। এছাড়া ১ লাখ ৬৮ হাজারের বেশি দর্শক দেখেছে ইউটিউবে।
রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রং ও প্রাণ। গানটির সুর ও গায়কির সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।
গানটি নিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, ‘এমন এনার্জি-ভরা গানে পারফর্ম করা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। টিমওয়ার্ক আর কোরিওগ্রাফির শক্তির জন্যই আমরা এমন একটি ভিজ্যুয়াল দিতে পেরেছি।’
অভিনেত্রী পূজা চেরী বলেন, ‘‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি এবং দর্শকও তা অনুভব করবেন– এই বিশ্বাস আমার আছে।’’
ছবির পরিচালক আলোক হাসান জানান, ‘টগর’ শুধু একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শক এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা– সবকিছু একসঙ্গে খুঁজে পাবেন। ছবিটির পরিবেশনা করেছে এআর মুভি নেটওয়ার্ক।