ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

‘ব্যবসায় বাজিমাত’ শুধু গান নয়, এটি ডিজিটাল মার্কেটিংয়ের জোরালো বার্তা

‘ব্যবসায় বাজিমাত’ শুধু গান নয়, এটি ডিজিটাল মার্কেটিংয়ের জোরালো বার্তা

ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৫:৫৬ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১৬:০৪

দুই বছর আগে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান প্রকাশ করেন আলি হাসান। র‌্যাপ গানটির কথা ছিলো সেই সময়ের বাজার পরিস্থিতির বাস্তবচিত্র। ফলে গানটি জনমনে ব্যাপক সাড়ে ফেলে। এবার ডিজিটাল মার্কেটিং পরিস্থিতি নিয়ে ‘ব্যবসায় বাজিমাত’ শিরোনামে র‍্যাপ গান নিয়ে এলো মার্কেটর।

ব্যবসায়িক অচলাবস্থা, পুরোনো হয়ে যাওয়া মার্কেটিং কৌশল-যখন এমন পরিস্থিতিতে সবকিছু থমকে দাঁড়ায়, তখন কী করবেন? এই কঠিন পরিস্থিতির সমাধান দিতে গান-গল্পে মার্কেটর নির্মাণ করেছে ‘ব্যবসায় বাজিমাত’।

‘ব্যবসায় বাজিমাত’-এর পরিচালনা করেছেন মাহমুদুল হাসান, যিনি র‍্যাপস্টা দাদু নামে পরিচিত। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির ভিজ্যুয়াল বিশ্বকে জীবন্ত করে তুলেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর মাহমুদুর রহমান শেখর, এর পেছনের গল্প বুনেছেন মার্কেটরের ইন-হাউস স্ক্রিপ্টরাইটার আনিক সেন। যৌথভাবে গানটির কথা লিখেছেন মাহমুদুল হাসান ও আনিক সেন।

মার্কেটরের প্রতিষ্ঠাতা ও সিইও কামরুল হাসান নাইম। একজন স্ট্র্যাটেজিক গ্রোথ হ্যাকার হিসেবে পরিচিত এবং সৃজনশীলতার মধ্য দিয়ে ব্র্যান্ডকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি একজন দক্ষ কারিগর।

কামরুল হাসান নাইম জানান, ‘ব্যবসায় বাজিমাত’ শুধু একটি মিউজিক ভিডিও নয়, এটি একটি ডিজিটাল উদ্যোক্তাদের জন্য একটি বার্তা। আপনি যদি একজন স্ট্রাগলিং বিজনেসম্যান হন, ডিজিটাল দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, অথবা কেবল এটুকু ভরসা খুঁজছেন যে প্রতিকূলতা পেরিয়ে সামনে এগোনো সম্ভব-তাহলে এই গানটি আপনার জন্য।

মার্কেটর একটি ফাস্ট মুভিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যা এসইও, মেটা অ্যাডস, পারফরম্যান্স মার্কেটিং, ব্র্যান্ডিং, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে ক্রমবর্ধমান ব্যবসার জন্য পূর্ণাঙ্গ ক্যাম্পেইন পরিচালনা করে। এরই মধ্যে ২৫০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আস্থা অর্জন করে মার্কেটর বাংলাদেশে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী মার্কেটিংয়ের জন্য দ্রুত একটি পরিচিত নাম হয়ে উঠছে।

আরও পড়ুন

×